আচ্ছা ভাই, coingecko আর coimarket অথবা coinpaprika এর মত সাইট কিভাবে বানানো যায়? এর জন্য কি নতুন করে ব্লোক চেন ডেভেলপার হায়ার করতে হবে? নাকি API নিয়েই বানানো সম্ভব?
আইডিয়া আছে কিন্ত কিভাবে বানাবো বুঝতে পারছিনা, আপওয়ার্ক এ ত দেখলাম অনেক ডিমান্ড ব্লোক চেন ডেভেলপার এর, আর খরচ ও অনেক বেশি।
কেউ কি ধারনা দিতে পারবেন এ বিষয়ে?

আপনি ডেভেলপার হায়ার করেন আর নাই করেন API তো লাগবেই। প্রাইসগুলো তো ওইখান থেকেই আনবেন। আপনি নিজে যদি কোড লিখতে পারেন এবং মোটামুটি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার খুব একটা বেশি খরচও করা লাগবে না সম্ভবত। আপনি ব্লকচেইন ডেভেলপার হায়ার করতে গেলে কাজ অনুযায়ী খরচ।
তবে, এইখানে সম্ভবত অনেকেই প্রি-জেনারেটেড স্ক্রিপ্ট বিক্রি করেন।
এইরকম কোন প্রজেক্ট বিল্ড করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নিজেরও ইচ্ছে আছে। আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন- @LT_Mouse