কারো ক্রিপ্টো আলোচনার ডিসকোর্র্ড বা টেলিগ্রাম গ্রুপ / চেনেলে ১০০০০+ মেম্বার আছে কি ?
এ ধরনের কমিউনিটির একটা লিষ্ট যদি থাকে শেয়ার করতে পারেন ।
এইরকম নরমালি টেলিগ্রাম গ্রুপ তেমন নাই মনে হয়, কিন্ত আপনি অনেক বাউন্টি রিলেটেট গ্রুপ আছে, ওখানেই আপনি বাংলাতে অনেকের সাথে কথা বলতে পারবেন। আর এখন অনেক প্রজেক্ট এর ই দেশি সাব গ্রুপ থাকে, ওইখানেও মানুষ ক্রিপ্টো নিয়ে আলোচনা করে।
https://t.me/BountyHunkhttps://t.me/bountyallhttps://t.me/coinalapএইটাতেও আপনি আলোচনা করতে পারবেন। এর বাদে ক্রিপ্টো ইউনিভার্সিটি নামে একটা ইউটিউব চ্যনাল আছে ওইখানে এইওটা এফবি গ্রুপের কথা বলা আছে। ওইটাও অনেক একটিভ।
দিনশেষে, প্রায় ভাই বাদ্রারাই এক্টিভ এবং হ্ল্যপফুল।