Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 12/09/2021, 08:17:03 UTC
এই পর্যন্ত বেশ কয়েকজনকে পুলিশ/র‍্যাব গ্রেফতার করেছে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার জন্য। এইটা অত্যন্ত যৌক্তিক যেহেতু সরকার আমাদের দেশে এইটা অবৈধ ঘোষনা করেছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। যাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছে নিশ্চয় বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি পাওয়া গিয়েছে। ওইগুলোর কোন হিসাব কেউ কোনদিন দেয়নি এবং কোন সংবাদপত্র ওইগুলো নিয়েও কখনো রিপোর্টও করেনি। এই তথ্যগুলো কি ট্রান্সপারেন্ট হওয়া উচিত নয়? আপনাদেত কি মতামত?
কিন্ত ভাই অনেকরেই দেখতেছি গ্রুপ খুলে অপেনলি কাজ করতেছে। আবার অন্য দিকে দেখি আমার এক ফ্রেন্ড রে ডাইরেক্ট থ্রেড দিচ্ছে, ক্রিপ্টো থেকে সরে আসা জন্য (যদিও টাড় বিরুদ্ধে একটা ভুল অভিযোগ করছিলো, কিন্ত ওই অভিযোগ উঠিয়ে নেওয়ার পর ও সেম ভাবে হয়রানী করা হয়) ওর কথায় পুলিশ তারে এমন ভাবে ট্রিট করে যেনো সে মনে হয় টেরোরিস্ট। (একটা উদাহরন ছিলো)
বাংলাদেশ পুলিশ যেখানে, মডারেট লিগ্যাল করার আবহান দেয় https://www.tbsnews.net/bangladesh/owning-trading-cryptocurrency-not-crime-bangladesh-bank-279709
, কিন্ত সেখানে ২ দিন পর সিয়াইডির চাপে কথা ফেরত নেয়, ট্রান্সপারেন্ট হওয়ার দুরের কথা ভাই, পুরো ব্যপার টাই তারা ঘোলাসা করে রাখে।