Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
israt1@
on 13/09/2021, 18:10:46 UTC
⭐ Merited by Review Master (1)

আমরা ওনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। ট্রাস্ট ওয়ালেট থেকে পাংকেকসুয়াপ এক্সচেন্জ ব্যাবহার করার সময় আমাদের ওয়ালেটে এক্সচেন্জ ফি থাকা সত্যেও অনেক সময় সুয়াপ হয়না।আমাদের ছবি এর মত একটি মেসেস দেখায়।আমরা ওনেকেই জানি না এমন হলে কিভাবে সুয়াপ করবো।তাহলে দেখে নেই কিভাবে সুয়াপ করা যায়-
আমাদের প্রথমে সুয়াপ করতে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে উপড়ে থাকা সেটিংস এ গিয়ে স্লিপেজ টলারেন্জ যা থাকবে তা বাড়িয়ে দেবো।যদি বাড়ানোর পরও না হয় তাহলে আবার আরো বাড়িয়ে দেবো।এমন ভাবে যতবার না হবে বাড়াতে থাকবো।তাহলে হয়ে যাবে।
স্লিপেজ টলারেন্জ সেটিং
[/size]