ট্রাস্ট ফিডব্যাক দিতে নির্দিষ্ট কোন রাঙ্ক এর প্রয়োজন আছে। না কি যে কেউ ট্রাস্ট ফিডব্যাক দিতে পারবে?
যে কেউ দিতে পারবে। কোন র্যাংক এর প্রয়োজন নেই। আপনি কি পুরো আর্টিকেলটা পড়েছেন। তাহলে তো বুঝার কথা। যাই হোক, আপনি চাইলেই যে কোন কাউকে ফিডব্যাক দিতে পারবেন তবে সেটা সবাই বাই ডিফল্ট দেখতে পাবে না। ফোরামে শুধু যারা ডিগল্ট ট্রাস্ট মেম্বার তাদের ফিডব্যাক গুলোই সবাই দেখতে পায়। বাকিগুলো প্রোফাইলের ফিডব্যাক পেজে ঢুকলে দেখা যায়। আপনি আর্টিকেলটি ভালো করে পড়ে দেখুন। সব তথ্যই আছে।
আপনি পুরো আর্টিকেলটা কোট কেন করেছেন। এইটা দেখতে একদম বিশ্রী দেখায়।