হান্টারদের এই ক্ষুদ্র ব্যালেন্সটাও কি গ্রেফতার হওয়ার কারন হয়ে দাড়াতে পারে.?
যেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী ক্রিপ্টোকারেন্সি লেনদেন অপরাধ, এইটা অপরাধই। ছোট হোক কিংবা বড়। তবে আমার মনে হয় না র্যাব কিংবা পুলিশ এইরকম ছোট এমাউন্টের পিছনে দৌড়াবে। তাছাড়া এ পর্যন্ত যতগুলো কেজ আমরা দেখেছি সবগুলোর পিছনেই অন্য অপরাধ ছিল। যেমন- হ্যাকিং, ফ্রড ইত্যাদি। তাই আমার মনে হয় না এইটা নিয়ে ভাবার কোন কারণ রয়েছে।