আপনি ফোরামের একজন সম্মানিত সদস্য।আপনি পূনরায় ফোরামের নিয়ম গুলো পড়ে নিবেন।কোন বড়ো টপিক কুয়াইট করার সময় ছোট করে করবেন এতে দেখতে সুন্দর হয়।বিশেষ করে একটু পড়ার দিকে মনোযোগ দিবেন।
ফ্যাক টোকেন কয়েক পেজ আগে পোষ্ট করা হয়েছে।দেখে নিতে পারতেন।আবার আপনি একই পোষ্ট দুই বার কুয়াইট করেছেন? ভাই খারাপ কিছু মনে নিবেন না,নিজেকে সুন্দর করুন আশেপাসে সব সুন্দর হয়ে যাবে। আপনি যদি কোন কিছু ফোরামে খুজে না পান তাহলে গুগল ব্যাবহার করুন।না পেলে /বুঝতে না পারলে এখানে প্রশ্ন করুন অনেক বড়ো ভাই এখানে সাহায্য করে থাকবে।
ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে। অবশ্যই সিনিয়রদের কাজ নতুনদেরকে নিয়ম জানিয়ে দাওয়া আর যদি সিনিয়ররাই নিয়ম না মানে তাহলে নতুনদেরকে কেমনে জানাবে। যেখানে নতুনরা ভুল করবে সেখানে সিনিয়রাই ভুল করে। কিছু কিছু সিনিয়র মেম্বারদের জন্য সব সিনিয়র মেম্বারদের বদনাম হয়।