আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে একটি প্রশ্ন এই ফর্মে Rank বৃদ্ধি পাওয়ার কারণে কি কোন ইনকাম আছে ?
সরাসরি কোন ইনকাম নেই তবে আপনি চাইলে বিভিন্ন সিগ্নেচার ক্যাম্পেইন কিংবা অন্যান্য ক্যাম্পেইনে জয়েন করতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আমি বর্তমানে প্লেবেটার এর সিগ্নেচার ক্যাম্পেইন করে আয় করছি।
তবে আপনার চিন্তা যদি হয় আপনি আয় করার জন্য র্যাংক আপ করবেন, তাহলে পথটা অনেক কঠিন হবে।
@Little Mouse আপনি ঠিক বলেছেন যদি সে চিন্তা করে যে শুধুমাত্র আয় করার জন্যে র্যাংক বৃদ্ধি করবে তাহলে পথটা আশলেও অনেক কঠিন হবে আর যদি অন্যদেরকে সাহায্য মুলক পোস্ট আর আয় এবং ফরামের উন্নয়নের জন্যে কাজ করে তাহলে হয়তো অনেকটাই সহজ হবে।