Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 29/09/2021, 21:33:07 UTC
আমি কাউকে উল্লেখ না করেই একটি কথা বলতেছি, বাঙালিদের অন্য বাঙালি ভাই/বোনের কোনো কথা কখনোই ভালো লাগে না। কেউ যদি অন্যকে ক্ষ্যাত বলে, তখন অন্য বাঙালির মাথায় শুধু একটা চিন্তাই চলে যে বাঙালি ভাই/বোনটি তাকে ক্ষ্যাত বললো কেন এবং তাকে প্রতিউত্তর দিতেই লাগবে। আর অন্যদিকে বিদেশিরা গালি দিলেও কোনো বাঙালির সমস্যা থাকে নাহ অনেক সময়। তাই সকলে যেকোনো বিষয়কে কখনোই নিজের ইগোতে নিয়েন নাহ। আশা করি, এটি পড়ার পর কেউ ভাবেন নাহ যে আমি আপনাকে বাঁশ দিতাছি, কারণ আমি কাউকে উল্লেখ করি নাই। আর যদি কেউ নিজেই নিজের পশ্চাৎপদে বাঁশ নিতে চান, আমার করার কিছু নাই।  Grin



সুদিন আইতাসে ভাই। এইটা দেখেন - https://www.youtube.com/watch?v=oZogIfJBz7M

কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।

আমিও আপনার কিংবা অন্যান্য ব্যবহারকারীদের মতোই খুশি। কিন্তু ইংরেজিতে একটি কথা আছে "Hope for the best and prepare for the worst" আর এই বাক্যটির ভাবার্থ দ্বারা আশা করি বুঝতেই পেরেছেন। আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকা উচিত। কেননা মাননীয় জুনায়েদ স্যার যেমন মাইনিং এর কথা উল্লেখ করেছেন, তেমনি বাংলাদেশের নিজস্ব কারেন্সি চালু করার কথাও বলেছেন, যেটি চীনকে অনুসরণ করার মতো। তবে ভালোর জন্যই অপেক্ষা করতেছি এবং আমি অনেক আগেই বলেছিলাম যে, সুখবর আসবে খুব শীঘ্রই।   Cheesy