কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।
পক্ষান্তরে বাংলাদেশ ব্যাংক-
"বিটকয়েন পরিচালনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও তাদের কোন নিবন্ধন বা লাইসেন্স নেই।"
কোন যুগে আছি। বিটকয়েন পরিচালনার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে? কাকে রেফার করতেছে? আর বিটকয়েনে যেসব কম্পানি বিনিয়োগ করছে তাদেরই বা লাইসেন্স নেই কে বলেছে বাংলাদেশ ব্যাংককে?
আমি খুব শীঘ্রই ভালো কিছু দেখছি না। তবে এইটাও ঠিক যে ব্যান করে রাখতে পারবে না। একসময় বাধ্য হবে এইটাকে বৈধতা দিতে।