কেউ কি yeild farming করেন? আমার কাছে ত yeild farming ব্যপারটা অনেক কুল লাগে।
Yeild Farming শব্দটির সাথে তেমন পরিচিত নই আমি। তবে আপনি যদি স্টেকিং এর কথা বলে থাকেন, তাহলে আমি বলবো স্টেকিংয়ে লাভের চেয়ে ঝুকি অনেক বেশি। কারন টোকেন গুলোকে নির্দিষ্ট সময়ের জন্য লক রাখতে হয়। দেখা যায় টোকেন গুলোর দাম কুমে গেলে বড় ধরনের লস হয়। আর স্টেকিং থেকে যে পরিমান লভ্যাংশ পাওয়া যায় তা যথেষ্ট নয় লসের মোকাবেলা করার জন্য।
আমি মনে করি একটু ব্রেন খাটিয়ে ট্রেড করাই উত্তম।
এই কয় দিনে বেশ কিছু জিনিস শিখলাম। আসলে স্ট্যাকিং বা ইলদ ফার্মিং এর আসল মজা যারা SIP ইনভেস্ট করে থাকে। লং টাইমের জন্য যখন মানুষ কোনো কয়েনের উপর ইনভেস্টমেন্ট করতে চায়, তখন হার্ড ওয়ালেট থেকে স্ট্যাকিং এ লাগিয়ে রাখা ভালো। আমি চেনা মতে অনেকে লং রান বিটিসি হোল্ড করতেছে,তারা বিভিন্ন ট্রাস্টেট প্লাটর্ফম যেমন, crypto.com,nexo,lendn আরও অনেক সাইটে ৪/৬% হারে স্ট্যাকিং করতেছে।
এতে করে কিছু % ইনকাম করতেছে আবার হোল্ড করে রাখাও হচ্ছে।