প্রথমেই ভুল স্বিকার করে নিচ্ছি, কারন এক সাথে দুটি পোস্ট করা উচিত ছিলো না, কিন্ত মিম কনটেস্ট এর ডেট মনে হয় শেষ করে দিতে পারে, এর জন্য বাধ্য হয়েই এক সাথে দুটী পোষ্ট এক সাথে করছি।
1.আমার তৈরিকৃত মিম: কখনো আশা হত হবেন না
মিমটির লিংক :
https://twitter.com/MdxCrypto4/status/1446181207394291728/photo/1মিমটি তৈরির করার কাহিনি: ক্রিপ্টো মার্কেট আপ্স ডাউন থাকবেই, কিন্ত হ্লোডিং একদিন না একদিন আপনাকের সময়ের দাম দিবে।
2.আমার তৈরিকৃত মিম: জ্ঞান বিলানো
মিমটির লিংক:
https://twitter.com/AaravCarrel/status/1446195619316461574?s=20মিমটি তৈরির করার কাহিনি: প্রতিবার কাউকে যখন ক্রিপ্টো ব্যপারে প্রথম বলি
3. আমার তৈরিকৃত মিম: পোর্টফোলিও
মিমটির লিংক:
https://twitter.com/AaravCarrel/status/1446181555076927503?s=20মিমটি তৈরির করার কাহিনি: যার হ্লোডিং আছে, তার স্ক্রিনশট নেওয়ার প্রবনতা বেশি থাকে

4. আমার তৈরিকৃত মিম: কাকতালীয়
মিমটির লিংক:
https://imgur.com/Jf4l3uCমিমটি তৈরির করার কাহিনি: কাকতালীয় ভাবে মিলে গেছে। কিন্ত মন্দ হবে না যদি ক্রিপ্টো বাংলাদেশে ওপেন সোর্স ভাবে ব্যাবহার করা হয়।
কোনো মিম তেই লোগো বা কোনো ওয়াটারর্মাক ব্যাবহার করা হয়নি, যেকেউ চাইলে,যেকোনো জায়গয়ায় ব্যবহার করতে পারেন। আর উত্থসাহ পেলে আরো বানাবো
