আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।
আগে ভালোভাবে ধারনা নিয়ে নেন। ধারনা ছাড়া ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ খুবই ঝুকিপূর্ণ যদিও অনেকেই খুব ভালো ধারনা থাকা সত্ত্বেও লসে আছে। ক্রিপ্টোকারেন্সিতে সবসময় একটা কথা বলা হয়ে থাকে- DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন। আর এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। অন্যের বিশ্লেষণ দিয়ে টাকা লস খাওয়ার চাইতে নিজের বিশ্লেষণ দিয়ে লস খাওয়া ভালো। এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। ভবিষ্যতে ভালো করতে পারবেন।