Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
AALL
on 17/10/2021, 13:44:18 UTC
আমাদের দেশে usdt/btc ক্রয় বিক্রয় একদম অনূমতি নেই।কিন্তু আপনারা যারা  usdt /btc ক্রয় বা বিক্রি করতে চান আপনাদের অন্যের সাহায্য নিতে হয়।কিন্তু বর্তমানে যারা p2p পেয়ার টু পেয়ার লেনদেন জানেন না তাদের আমি একটু বলছি আমার ভূল হলে সংশোধন করে দিবেন।

আপনারা যারা আপনাদের btc /usdt বিক্রি করতে চান  নিজেই তা বিক্রি করতে পারেন কারো সাহায্য ছারা।আপনাকে সে জন্য  binance এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে।হ্যা অবশ্যই kyc করে নিবেন।

যারা buy করতে চান।
প্রথমে আপনাকে p2pট্রেডিং ক্লিক করবেন।আপনি এখন buy অপশন থেকে দাম দেখে ক্লিক করবেন।আপনি এর পর কতটাকা দিয়ে কিনতে চান তা ক্লিক করবেন ও সাবমিট করবেন।এখন আপনি পরের পেজ আসার পর উপরে থাকা মেসেস অপশন থেকে ক্লাইন্ট এর সাথে কথা বলে টাকা পাঠাবেন।হ্যা সে আপনার কাছে বেশি টাকা চাইতে পারে আপনি দিবেন না।শুধু আপনি যা কিনবেন মানে যা অডার করেছেন সেই টাকার যে ক্যাশআউট ফি আসবে তা দিতে পারেন ।এর বেশি না।এটা নিয়ম আছে।এখন আপনি টাকা পাঠানোর পর প্যামেন্ট অপশন ক্লিক করেন।তার পর কিছ সেকেন্ট অপেক্ষা করবেন আপনার usdt চলে আসবে।এখন ট্রান্সফার অপশন থেকে spot ওয়ালেটে নিয়ে আসুন। buy complete.

সেল করতে।
আপনাকে ওয়ালেট অপশন থেকেusdt/btc ট্রান্ফার করে funding এ নিয়ে যেতে হবে।এখন আপনি আগের মত p2pট্রেডিং এ যান। সেল অপশন ক্লিক করবেন ও দাম দেখে সেল অপশন বেছে নিবেন।এখন কত usdt সেল করবেন তা লিখবেন। আপনার usdtএর দাম কত তা অটোমেটিক লেখা আসবে।এখন সেল সাবমিট করে পরের পেজে গিয়ে আগের মত ক্লাইন্ট এর সাথে কথা বলে নিবেন।হ্যা সেল করার খেত্রে আপনি যতক্ষন না টাকা পাবেন প্যামেন্ট কি্লিক করবেন না।আগে কনফার্ম আপনি টাকা পাবেন তার পর আপনি ক্লিক করবেন।
খুপ সহজে সেল হয়ে যাবে।

আমি একেবারেই নতুন। ট্রেডিং করতাম।কিন্তু ফোরামে এসে কিছুই বুঝতাম না।একজনের সাহায্য নিয়ে ও ফোরামের কিছু নিয়ম দেখলাম তা অনূসরন করতেছি।আমি বিক্রি বা কিনতে অনেক সমস্যা ছিলো p2p শিখে নিছি।এখন সমস্যা নাই তাই শেয়ার করলাম।

নিচে কিছু ডিরেকশন দিলাম না বুজলে জানাবেন।
১, https://i.ibb.co/3kB6kdw/IMG-20211017-184701.jpg
২, https://i.ibb.co/DV0g26n/IMG-20211017-184723.jpg
৩, https://i.ibb.co/58s6GRs/IMG-20211017-184854.jpg
৪, https://i.ibb.co/0DRQTqs/IMG-20211017-185037.jpg
৫, https://i.ibb.co/v3vssnG/IMG-20211017-185147.jpg