Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tokyohd
on 19/10/2021, 12:32:45 UTC
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
আমি পুরোপুরি একমত, যারা ধর্ম নিয়ে এসব করছে তারা আসুলে কেউই ধর্ম প্রেমী নয়। এটা রাজনৈতিক একটি খেলা মাত্র। আমরা সরকার পতনের উদ্দ্যেশে আমাদের এই দেশে বিরোধী দল গুলোর এমন নানা ভয়ংকর পদক্ষেপ নিতে আরো অনেক বার দেখেছি।  মূর্তির পায়ে পবিত্র কিতাব রাখা এবং সেটা নিয়ে বিবাধ সবই পূর্বপরিকল্পিত, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা উপায় বের করেছে এবং ভাই যেটা বলেছেন অনেকটা সফলও তারা৷