হতে পারে এইটা বিএনপি জামায়াত কারোর হাত নেই। সরকার দলীয় লোক করেছে। যদি সরকার দলীয় লোক করে থাকে সেটা কেন? নিশ্চয়ই তারা চাইবে না তাদের ক্ষমতা থাকাকালীন দেশে এইরকম ইস্যু নিয়ে ঝামেলা হোক। যাই হোক, হতেও পারে।
তবে, এইটাও খেয়াল রাখতে হবে
গোবিন্দ চন্দ্র প্রামাণিক দূর্নীতি এবং জামায়াতের সাথে সংশ্লিষ্টতার জন্যই উনাকে অব্যাহতি দেয়া হয়েছিল। সুতরাং, উনি কি বলছে সেটার উপর নির্ভর ঘটনাকে জাজ করাটা আমার মতে খুব একটা উপযুক্ত কাজ হবে না।