Post
Topic
Board Other languages/locations
Re: বিটকয়েনের সর্বোচ্চ মূল্য !
by
Review Master
on 20/10/2021, 20:38:13 UTC
এই বছরের শুরুদিকে যখন বিটকয়েন প্রায় $৬৪ হাজারের সর্বোচ্চ মূল্য তৈরি করার পর, আবার মূল্য কমতে শুরু করে এবং প্রায় #৩০ হাজার ডলারে চলে আসে। তখন অনেকেই ভেবেছিলেন যে, বিটকয়ে ন আর বৃদ্ধি পাবে না এবং বিটকয়েন আবার $২০ হাজারের কমে চলে যাবে। কিন্তু অনেকেই নতুন সর্বোচ্চ মূল্যের জন্য অপেক্ষা করতেছিল। আর সেই অপেক্ষার সময় প্রায় শেষ হইলো। কারণ আজকে বিটকয়েন $৬৭ হাজারের সর্বোচ্চ মূল্য ( Coingecko অনুযায়ী ) তৈরি করেছে।

যারা বিটকয়েনকে হোল্ড করেছিলেন, তাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছ। এখন অনেকেই আশা করতেছে যে, বিটকয়েন খুব শীঘ্রই $১০০ হাজারে পৌছে যাবে কিংবা এরও বেশি। তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley