বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
যা হয়েছে এবং এখনো হচ্ছে এটি কখনোই কাম্য নয়। মুসলমানদের জন্য মসজিদ যেমন পবিত্র তেমনি হিন্দুদের জন্য তাদের মন্ডপ পবিত্র। তবে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানাই।
কোরানের অবমাননা কে করসে দেখেন এবার।
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।

