আইডি কেন সাসপেন্ড হয় ? মেরিট কি? আমি কিভাবে মেরিট পাবো ?
মুল টপিকে সবগুলোর বিস্তারিত আর্টিকেল এর লিংক রয়েছে। ওই গাইডলাইন গুলো পড়লে নিশ্চয়ই আপনি যা যা খুজছেন পেয়ে যাবেন। এইখানে আপনি কি কোন সার্ভিস অফার করতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে শেয়ার করতে পারেন কি সার্ভিস।
কয়েন মার্কেটক্যাপ হ্যাক!
যেমনটা বলা আছে ওইখানে- শুধুমাত্র আপনার ইমেইল লিক হয়েছে। সাধারণত তেমন কোন সমস্যা না এইটা। যাদের কয়েনমার্কেটক্যাপ এ একাউন্ট আছে তাদের ইমেইল এড্রেস পাবলিক হইছে।
বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।