Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 26/10/2021, 04:28:33 UTC
Quote

ভাই মাইনিং করতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ আয় আপনার?
 
[/quote]

ধন্যবাদ,
এটা ডিপেন্ড করে আপনি কোন মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করছেন এবং কয়টা ব্যবহার করছেন।

আমি ৪ টি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি Rx 570 8gb ৩ টি এবং GTX 1660 Super 6gb ১ টি।
প্রতিটি গ্রাফিক্স কার্ডে গড়ে ৮০-১১০ ওয়াট ব্যবহার হয়।

আমার মাসিক বিদ্যুৎ বিল আসে ৩০০০-৩৬০০ টাকা।

Quote
আর শুরু করতে কম্পিউটার সহো আর কি কি লাগে।

শুরু করতে হলে একটি কম্পিউটার যেটাতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। ভালো একটি পাওয়ার সাপ্লাই ( মিনিমাম ৭০০ ওয়াট )। এবং গ্রাফিক্স কার্ড।

Quote
কি পরিমাণ একাউন্ট হলে আপনার মত ইনকাম করতে পারবো?

বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম প্রায় আকাশ চুম্বি। তবে আপনি সেকেন্ড হ্যান্ড জিপিও কিনতে পারেন।
আমার বর্তমান হ্যাশরেট ১১৭। এই মডেলের ৪ টি গ্রাফিক্স কার্ড হলেই আপনিও আমার মতো ১২-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিদ্যৎ বিল দেয়ার পরেও।

Rx 570 Or Rx 580 8gb মডেলের একটা জিপিওর সেকেন্ড হ্যান্ড দাম ৩০-৩২ হাজার টাকা।
সব মিলিয়ে ১ লক্ষ ৫০-৬৫ হাজার টাকার মধ্যে এই রকম একটা সেটাপ তৈরী করতে পারবেন।

ধন্যবাদ।