বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।
কয়েনমার্কেটক্যাপে আমার একাউন্ট ছিলো না। আপনার এই পোষ্ট দেখার পর আমি সেখানে একাউন্ট করি শুধু রিসার্চ পারপাসে এবং ডায়মন্ড ক্লেইম করা শুরু করি।
তো আজকে যা দেখলাম, এখানে বেশিরভাগ এনএফটি সল্ড আউট।
https://prnt.sc/1xcos37https://prnt.sc/1xcp5xoযেগুলোর প্রথমে Avatar লেখা রয়েছে। সেগুলো আসলে আপনার কয়েনমার্কেটক্যাপ এর প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া ওখানে মাত্র ২ টি এনএফটি রয়েছে যার মধ্যে একটি স্পেশাল এনএফটি ২১০০০ ডায়মন্ড দিয়ে রিডিম করতে হবে। এবং এটার সাপ্লাই মাত্র ১ টি। আরেকটি এনএফটির সাপ্লাই ২৫০ টি এবং এটা রিডিম করতে ১২০০০ ডায়মন্ড লাগবে। এগুলো আপনি রিডিম করার পর এর মালিকানা আপনার কাছে হস্তান্তর করে দিবে। পরবর্তীতে আপনি চাইলে তা
https://opensea.io/ এর মতো মার্কেট এ সেল করে রিয়েল মানিতে কনভার্ট করতে পারবেন।
ধন্যবাদ।