Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 15/11/2021, 17:02:15 UTC
ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?

সম্ভাবনা খুবই কম, কেননা বিটকয়েনের নতুন সর্বোচ্চ মূল্য তৈরির পর থেকেই বিভিন্ন IDO আরো হাইপ পাইতেছে। আর হাইপ প্রজেক্টগুলো যখনই ইউনিসোয়াপে লিস্ট হচ্ছে, তখনই অনেকেই ক্রয় করতে যাওয়ায় ইথিরিয়ামের গ্যাস ফি আরো বৃদ্ধি পাচ্ছে। এটি হলো একটি কারণ, এছাড়াও আরো অনেক ছোট-বড় কারণে এটির গ্যাস বৃদ্ধি পাচ্ছে। তাই এটি হ্রাসের সম্ভাবনা খুবই কম।  Wink