Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tokyohd
on 17/11/2021, 02:30:00 UTC
ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?
আমি নিজেও ইথারিয়ামের গ্যাস ফি কমার অপেক্ষায় আছি। আমার কিছু টোকেন ট্রান্সফার করতে হবে। আমাদের দেশের সময় অনুযায়ী বিকেলের দিকে গ্যাস কিছুটা কম থাকে।
আমি মনে করি ইথারিয়ামের নতুন ডেভেলপমেন্ট আসলে গ্যাস কমে যাবে। কারন এতো গ্যাস থাকলে অনেকেই এই নেটওয়ার্ক ছেড়ে দিবে।
ভাই আমার মনে হয়, অনেকেই ইথেরিয়াম নেটওয়ার্ক ছেড়ে দিবে কি অলরেডি ছেড়ে দিয়েছে। হাতে গোনা কয়েকটা প্রজেক্ট বাদে এখন প্রায় সব প্রজেক্টি বিনান্স স্মার্ট চেইনে লন্স হচ্ছে। ভাই কি আর বলবো, ক্রিপ্টো প্রজেক্ট থেকে কিছুদিন আগে ইথেরিয়াম প্লাটফর্মে একটা পেমেন্ট পেয়েছি যার ভেলু 150$ সোয়াপ করতে গেলাম গ্যাস ফি চাচ্ছে 145$। এভাবে আর কতোদিন চলবে।