ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?
ETH এর গ্যাস ফি কমার সম্ভাবনা এই সময়ে নেই বললেই চলে ।
কারন ETH এর গ্যাস ফি এখন বর্তমান সময়ে আকাশ ছোঁয়া। এই erc20 এর গ্যাস ফি গুলো এত বেশি যে বর্তমানে আর কেউ এই erc20 ব্যবহার করছে না। Erc20 এর জায়গা এখন Bep20 দখল করে নিয়েছে।