Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
HridoyHk_15
on 17/11/2021, 17:20:11 UTC
বর্তমান প্রায় বাউন্টিতে Bep-20 address চাই। কিন্তু কিছুদিন আগে বাউন্টিতে ERC-20 address বেশিরভাগ চাইতো। তাহলে কি বর্তমান ইথেরিয়াম এর নেটওয়ার্ক ফ্রি বেশি হওয়ার কারণে বর্তমান বাউন্টিতে ERC-20 address চায়না। না অন্য কোন কারণে ?
এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
বাউন্টি ম্যানেজমেন্ট গুলো এখন সব ধরনের বাউন্টি ছাড়ে এই erc20 পরিবর্তে bep20 ব্যবহার করতে বলে।✌️
বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলা যায় যে erc20 এর গ্যাস ফি যদি ভবিষ্যতে না কমে তাহলে erc20 এর সব ধরনের ট্রানজেকশন আস্তে আস্তে বন্ধ করে দিবে সব ধরনের গ্রাহকরা।
ইতিমধ্যেই দেখা যাচ্ছে erc20 গ্যাস ফ্রি জন্য 9% গ্রাহকরা এর ব্যবহার বাদ দিয়ে  bep20 এর ব্যবহার শুরু করে দিয়েছে।
এমন অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে erc20 এর ব্যবহার বন্ধ হয়ে যাবে।
এছাড়া আর কোনো কারণ বর্তমানে দেখা যাচ্ছে না
ধন্যবাদ
ভালো থাকবেন।