Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
HridoyHk_15
on 17/11/2021, 18:10:44 UTC
ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?
বর্তমান ETH এর গ্যাস ফ্রী অনেক বেশি কিন্তু ইথার এর গ্যাস ফ্রী মার্কেটে অনেকটাই আপ ডাউন এ আছে। আমার কিছু ERC-20 টোকেন আছে আমি যখন সোয়াপ করতে যাই তখন একেক সময় একেক রকম ফ্রী চায়।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ইথিরিয়াম কয়েন ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে। এবং অনোন্য কয়েন এর সাথে তুলনা করলে ইথিরিয়াম কয়েনের ব্যাপক জনপ্রিয়তা বেশি এবং ক্রিপ্টোকারেন্সি জায়গা দখল করে রয়েছে ইথেরিয়াম কয়েন। এবং ইথিরিয়াম কয়েন অনন্য কয়েন এর চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
erc20 এর গ্যাস ফি টা কমলে ETH পজিশন অনেক ভালো হবে।
মার্কেটি সব সময় উঠা নামা করে এজন্য সোয়াপ করতে একেক সময় একেক রকম ফি চায়।