Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Juwel
on 25/11/2021, 09:16:05 UTC
⭐ Merited by naim027 (1)
সর্তক

আমি চাই না অর কেউ আমার মতো ফাঁদে পা দেক

এই সাইট এ কেউ ইনভেস্ট করবেন না,
এরা আপনার টাকা মেরে দিবে, কিভাবে?

ধরুন আপনি, জিতলেন ৫০ টাকা কিন্তু আপনি পরে আবার ১০০ টাকা সাইট এ জমা করলেন খেলার জন্য, আপনি জিতলেন ১৫০ টাকা বা তার ও বেশি, ঠিক সেই সময় আপনার একাউন্ট ব্লক করে দিবে, আর বলবে আপনি ইটা করছেন ওটা করছেন, তাই ব্লক করা হয়েছে এখানে আপনার কিছুই করতে পারবেন না, কারণ তারা ভালো করেই জানে যে আপনার দেশে ইটা লিগ্যাল না তাই, যা ইচ্ছে যেখানে খুশি আপনাকে ব্লক করতে পারবেন সেখানে কোটি টাকা রাখলেও ওদের যায় আসে না, সুতরাং আপনার এ লছ, ফ্রী তে যা পাবেন তাই দিয়ে খেলবেন, ওরা আমার ১১৫+ রেফেরেলস একাউন্ট ব্লক করেছে , কি জন্য করেছে এখনো সঠিক ভাবে উত্তর দেয়নি, আপনার সাবধান হয়ে যান, ইনভেস্ট করার আগে!

ফ্রি তে খেলুন যা পাবেন তাই নিয়ে খুশি থাকুন,
এই ট্রপিক 
bc game closed my account with 115+ referrals without giving any warning
by Oinker (Scam) Over $100K Confiscated By BC game
টা পারবেন যদি কিছু জানতে ইচ্ছে করে বলবেন আমি হেল্প করতে পারবো!

আমি অনেক সাইট এ আছি এখনো কেউ আমাকে ব্লক করে নাই, যখনি দেখলো আমার ইনকাম ভালো হচ্চে তখনি ব্লক করে দিলো।

এরা ভালো করেই জানে যে  আমাদের দেশে এগুলো অনুমতি দেয় নি এই জন্য কিন্তু আমরা কিছু লোক এখনো এগুলোর মধ্যে কাজ করি, অনেকেই জানে না এগুলো কত বড়  ফাঁদ।

আপনার টাকা আছে কইন কিনে ভালো ওয়ালেট এ রেখে দেন দেখবেন এমনি আপনার টাকা বারতেছে।

সাবধান এ থাকুন, নিরাপদ এ থাকুন