ফোরামে অনেকে বলে থাকেন একজনের একাদিক অ্যাকাউন্ট এর অনূমতি নেই।কিন্তু আপনি চাইলে হাজারো অ্যাকাইন্ট ব্যাবহার করতে পারবেন।
সাধারন কিছু নিয়ম অনূসরন করতে হবে।যেমন-আপনার নিজের টপিক এ নিজের দ্বিতৃয় অ্যাকাউন্ট দিয়ে পাম্প পোষ্ট করতে পারবেন না।নিজের কোন টপিক এ নিজে উত্তর দিয়ে নিজের সাথে কথা বলা থেকে বিরত থাকুন। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে মেরিট স্থানান্তর করতে পারবেন না।বাউন্টিতে কাজ করতে একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন কিন্তু তাদের রুলস মেনে( ওয়ালেট,ফেসবুক,টুইটার অন্য সকল কিছু নিজ নিজ মানে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা হতে হবে) সাধারন ভাবে এইগুলো মেনে আপনি চাইলে হাজারো অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারেন।
What one can´t do is, what’s been said many times: talk to himself in order to bump a thread, merit himself, participate in the same campaign with multiple accounts (lest the rules let him do it). In general terms, one should be ethical with his accounts so as to say. One could even have a farm if he wishes, but under this principle if be, and respecting the concerning rules