Post
Topic
Board Other languages/locations
Merits 8 from 4 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 01/12/2021, 07:42:21 UTC
⭐ Merited by Royse777 (5) ,Rikafip (1) ,Little Mouse (1) ,DTalk (1)
ফোরামের বাংলাদেশ থ্রেড এ কন্ট্রিবিউশন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি আগে ফোরামে একটিভ ছিলাম না। যতটুকু ছিলাম, বাংলাদেশ থ্রেড এ ছিলাম না। এতোদিন এসব নিয়ে কোনো মাথা ঘামাইনি। তো ইদানিং দেখছি যে, আমরা এখনো বাংলাদেশীরা একটা থ্রেড এর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছি। আমাদের কোনো লোকাল বোর্ড নেই। ইন্ডিয়ানদের লোকাল বোর্ড রয়েছে। বেশ কিছু দেশের লোকাল বোর্ড নেই। তার কারন একটাই। আমাদের এই থ্রেড এ হাই র‌্যাংক মেম্বারগন একটিভ না। থ্রেড ক্রিয়েটর এটাকে সেল্ফ মোডারেটেড হিসেবে ক্রিয়েট করেছেন এবং তিনি নিজেও একটিভ না। ফলে এখানে লো কোয়ালিটি পোষ্ট (One Line Post) হলেও দেখার কেও থাকছে না। হাতে গোনা ২-৩ জন ভাই একটিভ আছেন যাদের মধ্যে Little_Mouse & Review Master ভাই এই থ্রেড এ সবচেয়ে বেশী একটিভ। লোকাল বোর্ড পাওয়ার এপ্লিকেশনটি কত দিন যাবৎ পড়ে আছে কিন্তু এপ্রুভ হচ্ছেনা কারন একটাই, এখানে সবাই কন্ট্রিবিউশন করে না। Local Board request for Bangladesh

যেহেতু আমাদের কোনো ডেডিকেটেড বোর্ড নেই, তাই আমরা এখানে কোনো মেরিট সোর্স পাচ্ছিনা। মেরিট সোর্স এর এপ্লিকেশন পড়ে আছে Application to be a Merit source for Bangladesh Thread

বাংলাদেশ থ্রেড এর মেরিট এর দশা দেখলে এখানে কে আসবে বলেন?

অক্টোবর মাসের মেরিট:


পুরো অক্টোবর মাস জুড়ে আমাদের থ্রেড এ মাত্র ২ টি মেরিট শেয়ার হয়েছে। মানে সার্কুলেশন হয়েছে। সেটাও Little_Mouse & Review Master ভাই এর। আমাদের এখানের পোষ্ট কোয়ালিটি কি এতোই খারাপ?

আর মেরিট পার পোষ্ট রেশিও দেখেন


০.০২ মেরিট পার পোষ্ট। মানে প্রতি ৫০ টা পোষ্ট এ একটা মেরিট আসছে। যেটা অনেক বেশীই খারাপ অবস্থা।

অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ


ধন্যবাদ সবাইকে।
Thanks to @Rikafip For the Charts.