আমাদের লোকাল ফোরাম থেকে কি কেউ কোন ক্রিপ্টোকারেন্সির সাথে ডিরেক্ট ইনভলভ আছেন? বেশ কয়েক মাস আগে একজন দেখছিলাম যিনি একটা প্রজেক্ট বিল্ড করতে আগ্রহী। কেউ আমাকে ওই পোস্টের লিংক দিতে পারবেন। আমি খুজে দেখছি কিন্তু পাইনি।
নিচে একটা post quote দিলাম। ঐটা কিনা দেখুন। আর আপনি কি Crypto Coin with own Blockchain বা L2 Token বানাতে চান? নাকি Crypto based project, যেমন CoinGecko, CoinMarketCap ইত্যাদি? বিস্তারিত জানালে আমিও আগ্রহী হতে পারি।
আচ্ছা ভাই, coingecko আর coimarket অথবা coinpaprika এর মত সাইট কিভাবে বানানো যায়? এর জন্য কি নতুন করে ব্লোক চেন ডেভেলপার হায়ার করতে হবে? নাকি API নিয়েই বানানো সম্ভব?
আইডিয়া আছে কিন্ত কিভাবে বানাবো বুঝতে পারছিনা, আপওয়ার্ক এ ত দেখলাম অনেক ডিমান্ড ব্লোক চেন ডেভেলপার এর, আর খরচ ও অনেক বেশি।
কেউ কি ধারনা দিতে পারবেন এ বিষয়ে?

ভাই টর্নেডো ক্যাশ কি কোন প্রাইভেসি কয়েন?
Ethereum Mixer.
ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! - প্রথম post থেকে link করলাম।