ক্রেইগ রাইট সম্প্রতি একটি মামলা জিতেছেন যেখানে হারলে তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন দেয়া লাগত। কিন্তু কিছু মানুষ এইটাকে ভিন্ন ভাবে ছড়াচ্ছেন। তারা বলছেন ক্রেইগ রাইট সাতশি নাকামতো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এইটা সম্পুর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। ক্রেইগ রাইট একটা ফ্রড।