বাউন্টি সম্পর্কে ঘাটাঘাটি করার পর দেখতে পারলাম বাউন্টি থেকেও অর্থ উপার্জন করা যায় , আবার আমার কাছে মনে হয় এর কাজ অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
এদিক থেকে আমি আমার অভিজ্ঞ ভাইদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওয়েব ডিজাইনিং শিখতেছি এর পাশাপাশি বাউন্টি করা কি ঠিক হবে ?
ওয়েব ডিজাইনিং এর প্রাথমিক ধাপ HTML এবং CSS সম্পর্কে মোটামুটি একটু ধারণা হয়েছে।
এই মুহূর্তে আমি অন্য কিছু তে কাজ করতে চাচ্ছি , এদিক থেকে আমি বাউন্টি দেখলাম কিন্তু এতে ভালই সময় লাগে ।
আরেকটি প্রশ্ন হচ্ছে আমার "যে বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা?"
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?