ক্যাম্পেইন ম্যানেজার দেখতে হবে, তাদের সাকসেস রেট দেখতে হবে। যে বাউন্টি জয়েন করবেন সেটা কেমন প্রজেক্ট দেখতে হবে।
এভাবে ৩ টা প্রোজেক্ট দেখতে যে সময় লাগবে ঐ সময় এ কম পক্ষে ১০ টা প্রোজেক্ট এ কাজ করা যায়। তাই যারা এরকম প্রোজেক্ট এ কাজ করে তারা সাধারন্ত এত কিছু দেখে নাহ। যা আছে কপালে বলে চালিয়ে দেয়।