Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 10/12/2021, 19:00:48 UTC
আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম এটা অনেকের কাছে পুরাতন কিন্তু আমার এবং আমার মত নতুন অনেকের কাছেই বিষয়টা একদম নতুন।
ফোরাম টিপস থেকে "Signing a message" দেখলাম কিন্তু এখনো আমার কাছে বিষয়টি ঘোলা লাগতেছে ।
আমি আসলে জানতে চাচ্ছি যে
"Signing a message"  আসলে কি?
• এটা কেন ব্যবহার করা হয় ?

আশা করি এ বিষয়ে আমার অভিজ্ঞ ভাইদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবো এবং আমিসহ আমার মত অনেকে উপকৃত হব।
ধন্যবাদ Smiley