আসলামুআলাইকুম,
আমরা অনেকেই আছি যারা একাধিক আইডি ব্যবহার করতেছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছি বাউন্টিতে প্রতারণা করতেছি এই মন মানসিকতা থেকে আমরা সবাই বেরিয়ে আসি তাহলে এক সময় কিন্তু বাংলাদেশীদের জন্য একটি বড় বিপদ ডেকে আনবো কখন আমরা নিজেরাই বুঝতেই পারব না।
বিশেষ করে আমরা বাংলাদেশীরা ছাড়া আছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছে তাদেরকে চিটার উপাধিতে ভূষিত করা হচ্ছে অনেক বাউন্টিতে দেখতে পাচ্ছি ইদানিং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় টা খুবই লজ্জাজনক যে আমরা বাংলাদেশীরা এরকম চিটারি বাটপারি তে আছি বর্তমানে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।
এর সাথে সাথে আমাদের মন-মানসিকতার কিন্তু পরিবর্তন আনতে হবে তা না হলে কিন্তু আমরা এই ফোরাম কে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এই ফোরামকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেজন্য আমাদেরকে ভালো এবং মানসম্মত পোস্ট করতে হবে যাতে করে অন্যরা উপকৃত হয় এরকম পোস্ট করতে হবে ।
সবশেষে আমি বলব যে আমাদেরকে অবশ্য অবশ্যই ফোরামের নিয়মকানুন রুলস কিন্তু মেইনটেইন করে চলতে হবে এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে তাহলে আমরা একদিন এই ফোরামকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ।
আপনার যে কথাটা তুলে ধরতে চাচ্ছেন বা তুলে ধরেছেন এটা অবশ্যই ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ এটা যদিও পুরনো কথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য সাহায্য হবে। এবং যারা এই বিষয়ে অবগত ছিলেন না তারা দেখলে [তারা এই মাল্টটিপল একাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকবে]
এটলিস্ট কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে [Suspicious link removed] এখন এতটাই আপডেট হচ্ছে এখানে মাল্টিপল একাউন্ট অ্যালাউ হবে না। এখানে নিয়ম কানুন না মানলে হবেনা। এখানে এলোমেলো কোন কিছুই অ্যালাউ হবে না।
আর মাল্টিপল একাউন্ট ব্যবহার না করে আপনারা রিয়েল আইডি দিয়ে নিয়ম কানুন জেনে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান তাহলে মাল্টিপল একাউন্ট লাগবে না আপপনি রিয়েল আইডি নিয়েই ভালো কিছু করতে পারবেন।
আর যারা নতুন তারা এই বিষয় গুলো সম্পর্কে সুন্দর ভাবে ধারণা রেখো এবং জেনে শুনে কাজ করো ককোন সমস্যা হবেনা ।ইনশাআল্লাহ
ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কে কাজ করুন আবার ও বলবো মাল্টিপল একাউন্ট ব্যবহার থেকে দুরে থাকি।