Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 11/12/2021, 11:04:12 UTC
আর আমরা যে বাউন্টি ফোরামে কাজ করি সেটা কি কোন অপরাধ? এটা যদি বাংলাদেশের প্রশাসন যানে তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে?
নাহ এটা কোন অপরাধ নয়। আপনি যদি দেশের মধ্যে কেনা বেচা করেন তাইলে অপরাধ। ভাল হবে যদি আপনি এক্সচেঞ্জ করে পারফেক্ট মানি, পেয়নিয়ার, স্ক্রিল বা এধরনের অন্য কোন ডলার বানান তারপর ব্যাংক এ তুলেন। অন্নথায় এটা মানি লন্ডারিং এর মধ্যে পরবে। কিন্তু আপনি যদি আমি যেভাবে বললাম সেভাবে করেন তাহলে বাংলাদেশ বরং রেমিটান্স পাবে এতে দেশের লাভ ই হবে। দেশ লাভবান হল, আপনিও হলেন আর কি চাই?