Post
Topic
Board Meta
Re: Report plagiarism (copy/paste) here. Mods: please give temp or permban as needed
by
LoyceV
on 12/12/2021, 12:28:34 UTC
Please ban Newbie Harrisonn for plagiarism. This post was submitted as unmerited good post.

Copy:
ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে।
গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির বাজার দর হয়েছে মোটামুটি 2.5 ট্রিলিয়ন ডলার।
বিট কয়েনের দর এখন হয়েছে প্রায় 50 হাজার ডলার।

ভারতে নতুন “Cryptocurrency Bill 2021” -র ঘোষণার পর থেকেই শেয়ার মার্কেটে দর কমতে শুরু করেছিল বিটকয়েন, বিট টরেন্টের মতো ক্রিপ্টোকারেন্সিগুলির। তবে এখন জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে । এখন এই ক্রিপ্টোকারেন্সির দর প্রায় 50 হাজার ডলার ছাড়িয়েছে। পাশাপাশি অন্যান্য সব জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলির ভ্যালুও আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে।

জনপ্রিয় ক্রিপ্টো সংস্থা CoinGecko –র মতে গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির দর মোট 5 শতাংশ বেড়েছে। এখন সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সিগুলির বাজার দর হয়েছে 2.5 ট্রিলিয়ন ডলার।
আসুন একনজরে দেখে নেওয়া যাক:

অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলির দাম কতটা বেড়েছে-• ইথেরিয়াম(ETH): ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় 5.5 % বেড়েছে । এখন ইথেরিয়ামের ভ্যালু হল প্রায় 51.182.71 ডলার।
• টেথার (USDT) : এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় 0.10% বেড়েছে। এখন হয়েছে 1 ডলার।
• বিট টরেন্ট (BTT)ঃ বিট টরেন্ট ক্রিপ্টোকারেন্সি আগের তুলনায় 34.18% লাভ করেছে। এখন দর রয়েছে 0.0003276 ডলার।
• ম্যাটিক (MATIC): এই ক্রিপ্টোকারেন্সির দর এখন হয়েছে 2.40 ডলার। ভ্যালু বেড়েছে 30.69% ।
• বাইন্যান্স কয়েন (Binance Coin): এই ক্রিপ্টোকারেন্সির দর বেড়েছে 7.82% । এখন ভ্যালু রয়েছে 588.71 ডলার।
• ডজকয়েন(DOGE): এখন এই ডিজিটাল কারেন্সির দর রয়েছে 0.1791 ডলার। ভ্যালু বেড়েছে 7.37%।
• শিবা INU (SHIB): এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় বেড়েছে 8.11%।

Original: https://www.digit.in/bn/news/general/bitcoin-price-today-cryptocurrency-fluctuates-around-50000-90144.html