বিটকয়েন এর সুবিধা সমূহ:-
১। লেনদেনে সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না।
২। কোন ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পরে না।
৩। লেনদেনে পরিচয় গোপন থাকে।
৪। স্বল্প সময়ে যেকোন জায়গায় টাকা পাছানো সম্ভব হয়।
৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।
বিটকয়েন এর অসুবিধা সমূহঃ
১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
২। অনেক সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
৫। বাজার মূল্য অস্থিতিশীল।
Copy From: https://www.facebook.com/groups/590607085002065/permalink/593191788076928/ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে।
গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির বাজার দর হয়েছে মোটামুটি 2.5 ট্রিলিয়ন ডলার।
বিট কয়েনের দর এখন হয়েছে প্রায় 50 হাজার ডলার।
ভারতে নতুন “Cryptocurrency Bill 2021” -র ঘোষণার পর থেকেই শেয়ার মার্কেটে দর কমতে শুরু করেছিল বিটকয়েন, বিট টরেন্টের মতো ক্রিপ্টোকারেন্সিগুলির। তবে এখন জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে বিটকয়েনের দাম আগের তুলনায় 5% বেড়েছে । এখন এই ক্রিপ্টোকারেন্সির দর প্রায় 50 হাজার ডলার ছাড়িয়েছে। পাশাপাশি অন্যান্য সব জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলির ভ্যালুও আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে।
জনপ্রিয় ক্রিপ্টো সংস্থা CoinGecko –র মতে গোটা বিশ্বের মার্কেটে ডিজিটাল কারেন্সিগুলির দর মোট 5 শতাংশ বেড়েছে। এখন সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সিগুলির বাজার দর হয়েছে 2.5 ট্রিলিয়ন ডলার।
আসুন একনজরে দেখে নেওয়া যাক:
অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলির দাম কতটা বেড়েছে-• ইথেরিয়াম(ETH): ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় 5.5 % বেড়েছে । এখন ইথেরিয়ামের ভ্যালু হল প্রায় 51.182.71 ডলার।
• টেথার (USDT) : এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় 0.10% বেড়েছে। এখন হয়েছে 1 ডলার।
• বিট টরেন্ট (BTT)ঃ বিট টরেন্ট ক্রিপ্টোকারেন্সি আগের তুলনায় 34.18% লাভ করেছে। এখন দর রয়েছে 0.0003276 ডলার।
• ম্যাটিক (MATIC): এই ক্রিপ্টোকারেন্সির দর এখন হয়েছে 2.40 ডলার। ভ্যালু বেড়েছে 30.69% ।
• বাইন্যান্স কয়েন (Binance Coin): এই ক্রিপ্টোকারেন্সির দর বেড়েছে 7.82% । এখন ভ্যালু রয়েছে 588.71 ডলার।
• ডজকয়েন(DOGE): এখন এই ডিজিটাল কারেন্সির দর রয়েছে 0.1791 ডলার। ভ্যালু বেড়েছে 7.37%।
• শিবা INU (SHIB): এই ক্রিপ্টোকারেন্সির দর আগের তুলনায় বেড়েছে 8.11%।
Copy from: https://www.digit.in/bn/news/general/bitcoin-price-today-cryptocurrency-fluctuates-around-50000-90144.htmlএই রকম কপি/পেষ্ট না করলেও পারতেন। এটাকে বলা হয় প্লাগারিজম। আমি আপনাদের এই পোষ্ট গুলো কে মেরিট দেয়ার জন্য রেফার করেছিলাম LoyceV এর থ্রেড এ। রেজাল্ট কি হলো জানেন? ও একজন বিদেশী হয়েও আপনাদের প্লাগারিজম ধরে ফেলেছে। এর চাইতে লজ্জার কি পারে? আপনাদেরকে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাবো? আপনারা মেরিট পাওয়ার আশায় কপি পেষ্ট করেন যেটা ফোরামে ১০০% নিষিদ্ধ। লজ্জা হওয়া উচিত আপনাদের। আমি আর কখনো নতুনদের পোষ্ট এ মেরিট দেয়ার রিকোয়েষ্ট করবো না।