Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Nafisa78
on 12/12/2021, 15:56:05 UTC
ক্রিপ্টোকারেন্সি বাজারে বিনিয়োগ করে ধৈর্য হারা হলে চলবে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাজার সবসময় ওঠানামা করে। তাই কখন কি হয় বলা যায় না। এজন্য দীর্ঘমেয়াদী সময় ধরে অপেক্ষা করতে হবে। ক্রিপ্টোকারেন্সি বাজারে নিম্নমুখী পরিবর্তন আমাদের মেনে নিতে হবে। তবে আমি মনে করি বিনিয়োগ করে মার্কেট ডাম্পিংয়ের এর কথা মনে করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। তাই মার্কেট ডাম্পিং করলে অবশ্যই কখনও না কখনও পাম্প কর‌বে।