<>
খুপ সুন্দর করে প্রথম পাতায় ফোরামের নিয়ম গুলো দেওয়া আছে।সেখানে ৩৩ নং নিয়ম এ বলা হয়েছে কপি পেষ্ট নিষিদ্ধ।আপনি অবশ্যই প্রথম পাতা না দেখে এখানে পোষ্ট করেননি।
আর মেরিট ফিরিয়ে দিবেন?এটা কোনভাবেই সম্ভব না।কাউকে যদি মেরিট দেওয়া হয় সেটা কোনভাবে ফেরত দেওয়া যায় না।হ্যা তবে যদি আপনার কাছে s মেরিট থাকে তাহলে চাইলে মেরিট আপনি কাউকে দিতে পারেন।প্রতি দুটি মেরিট পেলে একটি sমেরিট হয়।তাহলে কাউকে সেই একটি এস মেরিট আপনি দিতে পারেন।