আমার কপি পোস্টটে আপনি যে মেরিট দিয়েছেন তা আপনি চাইলে আপনাকে আমি ফিরিয়ে দেবো।
আপনি যে মেরিট একবার পাবেন সে মেরিট আর কখনো ফেরত দিতে পারবেন নাহ। টাকা পয়সা হলে ফেরত দিতে পারতেন কিন্তু মেরিত কখনই ফেরত দেওয়া সম্ভব নাহ। Alfred, Lord Tennyson তার Tithonus কবিতা লিখেচেনঃ
'The Gods themselves cannot recall their gifts.'
মানে দেবতারা যে বর/পুরুস্কার একবার দেয় তা আর কখনও ফেরত নিতে পারেন নাহ। মেরিট ও তাই যা একবার দেওয়া হয় তা আর কখনো ফেরত নেওয়া সম্ভব নয়।