বিটকয়েনের কোন সমস্যা হয় নি।সাম্প্রতি সময়ে(বাংলাদেশ সময় রাত ৩টার দিকে) কয়েন মার্কেট ক্যাপের প্রাইজ সমস্যা দেখা দিয়েছিলো।সকল টোকেনের দাম দেখাচ্ছিলো হাজারো গুন বৃদ্ধিতে।কিন্তু তা বর্তমানে তারা ঠিক করেছে।
আপনি বেশি করে ফোরামে পড়ার প্রতি আগ্রহি হন ও যা জানেন তা অন্যকে জানান।তবে কোন থ্রেড তৈরি করার আগে তা সার্চ করে দেখে নিবেন আগে থেকেই আছে কি না।প্রথম পাতায় সকল নিয়ম দেওয়া আছে,সেখানে কিভাবে মেরিট পাবেন তাও দেওয়া আছে।একটু কষ্ট করে পড়ে বুঝে নিবেন।
এটা বাংলাদেশের থ্রেড। আর এখানে যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি।আপনি এখানে বাংলাতেই কথা বলবেন।