এখানের অনেকেই আমরা ইথিরিয়ামের উচ্চ ট্রান্সজেকশন ফি এর জন্য অন্যান্য ব্লকচেইনও ব্যবহার করে থাকি, তার মধ্যে একটি হলো Solana ব্লকচেইন। আমিও কমবেশি ব্যবহার করে থাকি। আমাদের অনেকের যেমন ইথিরিয়ামের জন্য uniswap কিংবা বাইন্যান্স স্মার্ট চেইনের জন্য pancakeswap পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তেমনি হয়তো Solana ব্লকচেইনে পছন্দের কোনো নাহ কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে।
তাই সকলে আপনাদের পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম এবং কেন সেটি ভালো লাগে সেটি জানাবেন!আশা করি, সকলে আলোচনায় অংশগ্রহণ করবেন।

আপনি কি মনে করেন?এত অল্প সময়ে বিটকয়েন ধংশ সম্ভব?আমার মনে হয় না।কারন ক্রিপ্টকারেন্সির সবথেকে উপরে নং১ বিটিসি।যার উপর মানুষ তাদের আস্থা রাখতে পারে।কিন্তু কিভাবে এত তারাতরি ধংশ হতে পারে,আমার মনে প্রশ্ন। মতামত আসা করি।
নিউজ করে হয়তো মানুষের মনে কিছুদিন বিষয় গুলো রাখতে।
ওসব নিউজ মিডিয়ার দিকে নজর দিয়েন নাহ, কারণ প্রথমত ওটি একটি অনুবাদ করা খবর এবং কোন দেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি বললো সেটি কভার করলে টিআরপি বাড়বে, তাই তারা শুধুমাত্র খবরটি প্রকাশ করেছে। আর একটি বিষয়, যত ব্যাংকার কিংবা খ্যাতিমান ব্যক্তিরা ২০১৮ সালের আগে বিটকয়েনকে স্ক্যাম বলতো, তারা আজকের দিনে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে। শুধু এটিই নয়, বরং তাদের ব্যাংক ব্যবহারকারীদেরকে বিটকয়েন ও অন্য সেরা কয়েনগুলোর সেবা প্রদান করতেছে। তাই শুধু অপেক্ষা করেন, কয়েকবছর পর ব্যাংক অব ইংল্যান্ডও নিজের মতামত পরিবর্তন করবে।
