তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না। তারা মারা গেলে তাদের এই ক্রিপ্টোকারেন্সি কি হবে? তার উত্তরাধিকারীরা ব্যবহার করতে পারবে কিনা এই দ্বিধাদ্বন্দ্বের জন্য তারা ব্যবহার করবে না? আবার ক্রিপ্টোকারেন্সি প্রাইস যেমন আপডাউন করে এতে তারা ভীত হয়ে পড়বে। আপনি যদি নায়ক নায়িকাদের সম্বন্ধে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন অনেক নায়ক-নায়িকার ফেসবুক প্রোফাইল হ্যাক। সেখানে দুর্নীতিবাজদের ক্রিপ্টোকারেন্সি কিভাবে রক্ষা পাবে তা তারা 2/4 দিন গেলেই বুঝতে পারবে। তারা আগ্রহী হলেও পরবর্তীতে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
আপনার কথায় যুক্তি আছে কিন্তু এইটাও ভাইবেন যে দুর্নীতিবাজরা একা না,তাদের হাত অনেক বড়,যারা ভাল বুঝবে তাদেরকে দিয়ে বিটকয়েন কিনে রেখে দিবে
ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈদতা দিলে ক্ষতি কম হবে, ক্ষতির চেয়ে লাভ টাই বেশি হবে