Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 21/12/2021, 14:31:20 UTC
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না।
এইটা আসলে বিতর্কিত। ক্রিপ্টোকারেন্সি যেমন সম্পদ লুকিয়ে রাখার অন্যতম মাধ্যম তেমনি একটু ভুলের জন্য সব সম্পদের খোজ দিয়ে দেওয়াটাও স্বাভাবিক। আর সেই ভুলটা আমাদের দেশের মানুষ করবেই সেটাতে কোন ভুল নেই লল। যদিও কালের বিবর্তনে মানুষ ঠিকই তার ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার প্রাইভেসি শিখে নেবে। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো স্টাডি করে এইটা এলাউ করাটাই বেটার হবে। চেইন এনালাইসিস বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত লেনদেনের তথ্য ইনভেস্টিগেশন করছেন। সরকার চাইলে এইরকম টিম বিল্ড করা কোন ব্যাপারই না।

web3 টা কি কেও কি জানেন
ওয়েব ২ = সেন্ট্রালাইজড
ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড

ভুল হলে কেউ ধরাই দিয়েন  Cheesy