হঠাৎ মনে হচ্ছে বাংলাদেশী থ্রেডে পার্টিসিপেশন আবার কমে গেছে। কোন নির্দিষ্ট কারণ?
সত্যি বলতে ভাই আমি অনেক চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু নতুনদের কিছু আকাম কুকাম মন মানুষিকতা নষ্ট করে দিয়েছে। আপনারা সবাই জানেন LoyceV ফোরামের অনেক সম্মানিত একজন। আমি তার থ্রেড এ কিছু আনমেরিটেড গুড পোষ্ট মেরিট এর জন্য সাজেশন করেছিলাম। সেটা তো হলোই না, উল্টো প্লাগারিষ্ট ধরা পড়লো। আমি তো ভাই তার চোখে নেগেটিভ হয়ে গেলাম। ভেবেছি আর কখনো নতুনদের পোষ্ট মেরিট এর জন্য সাজেষ্ট করবো না। আমাদের লোকাল ফোরমে সিনিয়র রা জুনিয়রদের তেমন মেরিট দেয় না বল্লেই চলে। আমার মেরিট দেখলেই বুঝতে পারবেন আমি কতোটা কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আমাদের ধ্রেড এর কিছু মানুষের মেরিট স্টাটস দেখে মনে হয় ওনারা মেরিট হোল্ড করছেন। সামনে এই মেরিট ডাবল হবে। অনেকে আবার মনে করে কোনো পোষ্ট এ যদি আপনার এংগেজমেন্ট না থাকে, তাহলে আপনি সেই পোষ্ট এ মেরিট দিতে পারবেন না।
আপনারা কেউ কি ২০২১ সালের নিউজ ক্যাটাগরিতে গুগলের ট্রেন্ড লিস্ট দেখেছেন? এইটা ভালো বলব নাকি খারাপ বুঝতেছি না। ডজকয়েন এবং ইথেরিয়াম এর দাম এই দুইটা কিওয়ার্ড ছিল। ডজকয়েন ৪ নাম্বার র্যাংক আর ইথেরিয়াম এর দাম ১০ নাম্বার। বলতে খারাপ লাগলেও সত্যি টপ ১০ এ বিটকয়েন এর কোন কীওয়ার্ড ছিল না।
না ভাই, দেখা হয়নি। তবে এর পেছনে অনেক কারণ আছে। ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় ধামাকা ২০২১ সালেই হয়েছে। যেখানে ডজ কয়েন ০.০০০৭ ডলার থেকে ০.৮৩ ডলার অবদি গেছে। তো টপে থাকাতে আমি মোটেও অবাক হচ্ছিনা। ইথেরিয়াম থাকার পেছনে NFT, স্মার্ট কন্ট্রাক্ট এর অনেক বড় অবধান রয়েছে। আর বিটকয়েন না থাকার কারন জানিনা। তবে বিটকয়েন ডমিনেন্স দেখেই বুঝা যায় যে বিটকয়েন টপ ১০ এ নেই। বিটকয়েন ডমিনেন্স ৫০% এর ওপরে ছিলো। সেটা কমে এখন ৩৯-৪০-৪১ এর ভেতর ওঠানামা করছে।
কেমন আছেন সবাই?
জি ভালো আছি ।।।
আপনি কেমন আছেন ।।।
জি ভাল আছি, আপনি কেমন আছেন?
কোনো পোষ্ট কোট করার আগে সেই পোষ্ট এর তারিখ দেখে নিবেন। অতি জরুরী কিছু না হলে কোট করবেন না। আর কেমন আছেন, ভালো আছি, এসব মেসেজে করবেন। সিংগেল লাইন পোষ্ট এলাউ না। ধন্যবাদ।