Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
HeartHk_15
on 24/12/2021, 21:19:16 UTC
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
যদিও ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশী অবৈধ কিন্তু আমরা গোপনে তার ব্যবহার কিছু কিছু করছি। অবশ্যই বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে অক্ষম কারণ বাংলাদেশে হলো উন্নয়নশীল দেশ। যার কারণে ক্রিপ্টোকারেন্সি কে সামাল দিতে পারবে না।
বাংলাদেশের মত গরীব ও উন্নয়নশীল দেশের পক্ষে ক্রিপ্টোকারেন্সি কন্ট্রোল করা আদৌ সম্ভব না। আমাদের দেশের মানুষের মধ্যে যে মনোভাব বিদ্যমান তাতে করে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিলে দুদিনের মধ্যে বাংলাদেশ ফকির হয়ে যাবে। তাই আমার মতে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা না দেওয়ায় যুক্তি সংগত।
বিটকয়েনে বাংলাদেশের বৈধতা দেবে বলে আমার মনে হয় না তবে কিছুদিন আগে এমপি জুনায়েদ আহমেদ পলক বিটকয়েন ও তার ব্যবহার নিয়ে বাংলাদেশে ইতিবাচক কিছু আলোচনা করেছেন। কিন্তু কোন রকমের কোন কিছু হয় নাই।
যে যে দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ সেসব দেশে ক্রিপ্টোকারেন্সি রাখা অনেক অসুবিধা।কারণ এগুলো যদি আইনের লোক জানতে পারে তাহলে ব্যাপক ঝামেলা হতে পারে।কারণ উন্নত দেশ ছাড়া অন্য কোন দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ নয়। যার কারণে ওই সকল দেশের যদি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয় তাহলে সেটা অবৈধ। এটা নিয়ে বাংলাদেশের আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।