Kucoin খুব শীঘ্রই এটি লিস্ট করবে হয়তো, কেননা তারা টুইট করেছে।
তারা লিস্ট করেছে কিছুক্ষণ আগে-
https://twitter.com/kucoincom/status/1474708077681135619?t=Ux8NJMp7akmuUDYhS0s2sg&s=19যারা ক্রিপ্টোকারেন্সিতে মোটামুটি ভালোভাবে ইনভলভ তারা আসলেই ভালো ইনকাম করতে পারছে। আমি বুঝি বিটকয়েন। সেটা নিয়েই পরে আছি। মাঝে মধ্যে কিছু ভালো অল্টকয়েনে বিনিয়োগ করি যদিও আমি আগে অল্টকয়েন নিয়েই ছিলাম। সেজন্য আমার এইগুলোতে ইনভলভ ও হওয়া হয় নাই। যারা পেয়েছেন তারা নিশ্চয় ভালো দাম পাবেন।