Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
AALL
on 29/12/2021, 08:16:57 UTC
⭐ Merited by naim027 (1)
আমাদের লোকাল থ্রেড এ কয়েকজন এ্যাকটিভ সদস্য আছে যাদের কথা না বলে মন আর ধরে রাখতে পারলাম না। বিশেষ করে

@HASSAN60
@killshit

আপনারা হয়তো অন্যকে উপদেশ দেন ফোরামের নিয়ম, কানুন,লোকাল থ্রেডএর সৌদ্যর্যতা উত্যাদি নিয়ে।কিন্তু আদো একবার চিন্তা করেছেন কি আপনারা ঠিক আছেন কি না? আগে নিজেরা ঠিক হন পড়ে অন্যকে উপদেশ দিবেন।কয়েক পেজ ধরে দেখে আসতেছি আপনারা কোন টপিক কুয়াইট করলে ৪/৫ টা করে করেন।কুয়াইট করে যা উত্তর দেন না আছে সেই পোষ্টের সাথে কোন মিল না আছে কোন উপকার। কিন্তু কেনো এমন লো কোয়ালিটি ভ্যালুলেজ পোষ্ট করেন?উত্তর দিবেন আসা করছি?আমি উত্তর শুনতে চাই?যদি না পারেন দিতে তবে আসা করছি আপনারা আগে কোন বিষয় নিয়ে যানবেন খুজবেন না পেলে সেই বিষয়ে টপিক করবেন।

আমার মনে হয় সব গুলো এ্যাক্যাউন্ট কি আপনার একার নাকি??একটা দিয়ে পোষ্ট করেন অন্যটা দিয়ে উত্তর দেন?যদি এমন হয় তাহলে এগুলো থেকে বিরত থাকুন।

আমার কথা কোন নেগেটিভ দিকে নিবেন না।একবার নিজের বিষয় নিজে চিন্তা করুন ও সলিশন খুকে বের করুন।যাতে কোন কিছু পোষ্ট করলে কেউউ শিখতে পারে বা জানতে পারে।না হলে আপনার কোন বিষয় জানার থাকলে পোষ্ট করুন কিন্তু এমন লো পোষ্ট না।