লোকাল থ্রেড এ এক্টিভিটি নাই তার কারণ আমরা শুধুমাত্র একটা থ্রেড এর মদ্ধেই সীমাবদ্ধ। আর আরেকটা কষ্টের ব্যাপার হলো আমাদের কোনো মেরিট সোর্স নেই।
মূলত আমাদের অনেক বড়ো বড়ো আইডি র্যাংক যারা আছেন তারা লোকাল থ্রেডে এ্যাকটিভ না।মেরিট সোর্য নেই তা ঠিক।কিন্তু বড়ো আইডি গুলো এখানে কম দেখা যায়।তারা যদি তাদের মেরিট গুলো সেয়ার করে তাহলে নতুনদের অনেক সাহায্য হয়।অনেকে মূল থ্রেড এ পোষ্ট করতে ভয় পায় বা ইংরেজিতে বোঝাতে পাড়ে না অনেক কিছু কিন্তু বাংলায় তা শেয়ার করে।সেই বিষয় গুলো যদি বড়ো আইডি গুলো খেয়াল করতো তাহলেও এ্যাকটিভিটি আরো বেড়ে যেতো।এমন অনেকে আছে যারা অনেক মেরিট থাকা সত্যেও একটা এস মেরিট ও কাওকে সেয়ার করে নাই।তাদের মেরিট হয়তো বৃদ্ধি পাবে সেই আসায় ই বসে রয়েছে কিনা কে জানে

কয়েকটা আইডি সুধু এ্যাকটিভ।বাকি সব গুলো একদিনের জন্যও লোকাল থ্রেড দেখে না।আপনি যদি লক্ষ করেন তাহলে প্রথম দিকের আইডি গুলো দেখেন অনেক আছে তাদের মেরিট সংখ্যাও বেশি কিন্তু তারা আর এখানে পোষ্ট বা কিছু শেয়ার করে না।যদি তারা মাঝে মাঝেও এখানে এ্যাকটিভ হতো আমার মনে হয় লোকাল থ্রেডটা আরো ভালো হতো।